সুব্রত রায়, কলকাতা, আপনজন: আমরা আমাদের কিছু অ্যাসেসমেন্ট-এ একটু পরিবর্তন আনছি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান, কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। যখনই সি সি-র জন্য আবেদন জানাবে তখন ডেভলপার জানাবে যে কাকে সে বিক্রি করেছে। আমরা তখনই ডেভলপারের নামে মিউটেশন করে দেব। যদি সে পাওয়ার অফ এটর্নি নিয়ে আসবে তার নামে মিউটেশন করে দেওয়া হবে। যদি ডেভেলপার কোনো নির্মাণ ঝুলিয়ে রাখে তাহলে কর দিতে হবে।আর একটা নতুন স্কিম আসছে। তাদের বাড়িতে পৌর কর্মীরা যাবে বয়স্ক মানুষের জন্য বা প্রতিবন্ধীদের জন্য নগর বন্ধু স্কীম চালু করা হচ্ছে। কলকাতা পৌর কর্মীরা যাবে সেটা করে দেবে। 8335999111 এই নম্বর চ্যাটবট করে কলকাতা পৌর সংস্থার সমস্ত পরিষেবা এই নগর বন্ধু অ্যাপ থেকে পাওয়া যাবে ।
১৫ নম্বর বোরোতে কত পুকুর ছিল। একসপ্তাহের মধ্যে কত পুকুর আছে। কি অবস্থায় আছে তার সমস্ত বিবরণ আমার টেবিলে দিতে হবে। সাংবাদিকদের মেয়র জানান, অ্যাসেসমেন্ট বিভাগ গিয়ে এরিয়া ম্যাপ করে আগামী শুক্রবার সমস্ত রিপোর্ট আমার কাছে দিতে হবে। আমি অনুরোধ করছি ১৫ নম্বর বোরোর গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। আমরা আগে নতুন পুকুরকে বাঁচাই। তার পরে পুরনোটা খুঁড়ে বার করব। যারা পরিবেশ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করব বলে হুঁশিয়ারি মেয়রের। তিনি বলেন, বোরো ১৫ একটা অসভ্যতা হয়েছিল। সব বোরোতে অ্যাসেসমেন্ট বিভাগ রেকর্ড দেখছে। পুলিশ আমাকে খুব সাহায্য করেছে। আমাদের রাস্তায় নামতে হচ্ছে কারণ সব জায়গায় মানুষ সচেতন নয়। পুলিশও আমার নাগরিক আর সাধারণ মানুষও আমাদের নাগরিক। তাই আমাকে মেয়র হিসাবে আমাকে নাগরিকদের পথ দেখতে হবে। অশত্থ গাছ কাটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। কারণ গাছ কাটা নিয়ে অনুমতি নিতে হবে। তার পরে পূজো করে গাছ কাটা হতে পারে ।আসলে যারা নাটক করতে চায় তারা নাটক করছে। তারা বামফ্রন্টের সময় বেশি ডিএ পেতেন। যারা নাটক করছে। তবে বেশিভাগ কর্মচারীরা কাজ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct