নিজস্ব প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ, আপনজন: গত ১০ ডিসেম্বর ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সেই উপলক্ষে গতকাল হিঙ্গলগঞ্জ কলেজে আই.কিউ.এ.সি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। প্রধান আলোচক বারাসাতের ‘পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়’এর উপাচার্য অধ্যাপক রাজকুমার কোঠারী আন্তর্জাতিক মানবাধিকার দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব মানবাধিকার প্রয়োগের নীতি নিয়েও ছাত্রছাত্রীদের অবহিত করেন। স্থানীয় বিধায়ক তথা পরিচালন সমিতির সদস্য দেবেশ মণ্ডল কলেজে আরও বেশি বেশি করে এই ধরণের সেমিনার, বিশেষ বক্তৃতামালা আয়োজনের জন্য আশ্বাস দেন।
‘সারা পৃথিবীতে মানবাধিকার আজ লঙ্ঘিত। বিশেষ করে শিশুদের অধিকার তো ভূলুণ্ঠিত। মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে সঙ্গে রাষ্ট্রসংঘকে এ বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে।’ গতকালের আলোচনা সভায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে এই কথাগুলি বলেন কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন। কলেজের পরিচালন সমিতির সদস্য তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুদীপকুমার মন্ডল নতুন নতুন বিষয় পড়ার যে সুযোগ এখন ছাত্রছাত্রীরা পাচ্ছেন সেই সুযোগ গ্ৰহণ করে পরিবর্তনশীল পৃথিবীতে নিজেদের উপযোগী করার আহ্বান জানান। এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শ্রীমন্তী সরকার, কলেজের আইকিউএসি-র সঞ্চালক শামীম ভড়। প্রোগ্ৰাম অফিসার মোঃ গোলাম মার্তুজার নেতৃত্বে এনসিসি-র স্বেচ্ছাসেবকরা অতিথিদের স্বাগত জানান। সভার শুরুতে অতিথিদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেন অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, শামীম ভড়, মনামী মুখার্জী, ঈশিতা দে, নীলাদ্রি শেখর সিংহ, সৌমিতা মল্লিক, পারমিতা সরকার, সুমন তামাঙ ও স্বপনকুমার পাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক তপন দত্ত, বিশ্ববিদ্যালয়ের বাস্তুকার তথা পরীক্ষা সমূহের নিয়ামক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সৈকতরঞ্জন ঘোষ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন কিঙ্কর মণ্ডল। ধন্যবাদ জ্ঞাপন করেন পল্লবী সিনহা দাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct