নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: কোচবিহার হেরিটেজ শহর হিসেবে ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। হেরিটেজ স্থাপত্য গুলো মর্যাদা রক্ষা জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকা দিয়ে ইতিমধ্যেই জেলাশাসকের তত্ত্বাবধানে হেরিটেজ কমিটি কাজ শুরু করে দিয়েছে। হেরিটেজ স্থাপত্য গুলোর মধ্যে জায়গা পেয়েছে শতাব্দী প্রাচীন কোচবিহার পুরান মসজিদ। এই মসজিদের সামনে নোংরা আবর্জনা ফেলার স্তূপ বছরের পর বছর যেমন চলে আসছে তেমনটি বর্তমানেও রয়েছে। পথ চলতি মানুষরা মসজিদের ঠিক সামনের রাস্তার ওই পারে মুত্র ত্যাগ করার জায়গায় পরিনত করেছে। কোচবিহার পৌরসভার তরফে জায়গাটি পরিষ্কার করার স্থায়ী কোনো পদক্ষেপ না নেয়ায় অভিযোগ। বিশিষ্ট সমাজ সেবী কাওছার আলম বেপারী বলেন, ছাত্র জীবন থেকে দেখে আসছি এখানে নোংরা ফেলার জায়গায় পরিণত করা হয়েছে, বর্তমান পৌর প্রশাসনের প্রতি আমার অনুরোধ বিষয়টির স্থায়ী সমাধানের জন্য উক্ত স্থানে আবর্জনা না ফেলার ও মূত্রত্যাগ না করার জন্য পৌরসভারত তরফে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা ফিরোজ রহমান বলেন, কোচবিহার শহরে এসে হেরিটেজ স্থাপত্যের সামনে এরকম অবস্থা দেখে সত্যিই কষ্টকর। কোচবিহার শহরের বাসিন্দা দীপেন রায় বলেন, মসজিদের সামনে এরকম আবর্জনার স্তূপ ও মূত্রত্যাগ কোনোমতেই কাম্য নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct