মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বহু প্রতীক্ষার পর শুরু হয়েছে বর্ধমান আরামবাগ রোডের সম্প্রসারণের কাজ। মাটি তোলার কাজ চলছে দু দিক দিয়ে ১০ মিটার করে। এতে রাস্তা যেমন বাড়বে দুর্ঘটনা অনেক কমবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রোড হচ্ছে বর্ধমান আরামবাগ রোড ।সেই রোডে দখল যুক্ত থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকতো বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো। প্রায় ৩২ কিলোমিটার রাস্তার জন্য ৭৮ কোটি টাকা অনুমোদন হয়েছে ।যদিও এই রাস্তা সম্প্রসারণ এ খুশি নয় ফুটপাথ দখলকারীরা ।যারা বহুদিন ধরে রাস্তা আটকে ব্যবসা বাণিজ্য করছিলো।কাজ শুরু হওয়ায় দক্ষিণ দামোদর এর রায়না ,খন্ডঘোষ ,মাধবডিহি সহ বাঁকুড়া ও হুগলির কিছু অংশের মানুষ ব্যাপক উপকৃত হবে । কোলকাতা,হলদিয়া যাবার রাস্তা মানুষের জন্য আরো প্রশস্ত হবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct