সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম: আপনজন: পঞ্চায়েত নির্বাচনের পরের দিনে এক সিপিএম কর্মীকে পিটিয়ে খুন করার অপরাধে ১২ জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করলো রামপুরহাট মহকুমা আদালতের বিচারক। রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাস এই সাজা ঘোষণা করেন।উল্লেখ্য ২০১৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পরদিন ২৩ জুলাই বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামে সিপিএম কর্মী আঠাশ বছর বয়সি হুমায়ূন মীরের উপর চড়াও হয়ে তাকে বাঁশ, লাঠি সহ বিভিন্ন জিনিস দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়।গুরুতরভাবে জখম অবস্থায় তাকে স্থানীয় রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে যারফলে সেখান থেকে ২৪ জুলাই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিনই রামপুরহাট থানায় ১৪ জনের নামে দাদাকে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বোন জেসমিনা খাতুন। অভিযোগের ভিত্তিতে রামপুরহাট মহকুমা আদালতে ১৪ জন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু হয়। মামলা চলাকালীন দুজন অভিযুক্তের মৃত্যু হয়। গত ২০ জুলাই আদালতের বিচারক ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস অভিযুক্ত ১২ জনকেই যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন।একান্ত সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত বিবরণ শোনালেন সরকারি আইনজীবী অতিন্দ্র কুমার মণ্ডল ওরফে মোহন মণ্ডল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct