আপনজন ডেস্ক: ব্রজভূষণ শরণ সিংয়ের সহযোগী সঞ্জয় সিংকে ডব্লিউএফআই প্রধান হিসাবে নিযুক্ত করার পরে বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী পুরস্কার ফেরানোর ঘোষণা দেন। সেই মতো তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে ফুটপাথের কাছে এই পদ্মশ্রী পুরস্কারটি রেখে দিলেন। শুক্রবার সন্ধ্যায় বজরং প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা হন, যেখানে কার্তব্য পথের বাইরে তাঁকে আটকে দেয় দিল্লি পুলিশ। এর প্রতিবাদে পুনিয়া ফুটপাথে পদ্মশ্রী পুরস্কার রেখে সেখান থেকে চলে যান। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যে কেউ প্রধানমন্ত্রী মোদীর কাছে পদ্মশ্রী পুরস্কার নিয়ে যাবে, এটি তাকেই দেব।অশ্রুসিক্ত সাক্ষী মালিকে কুস্তি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পর বজরং প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লিখে ডব্লিউএফআই নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন।এর আগে প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে পুনিয়া সম্মানজনক এই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণ তুলে ধরেন। চিঠিতে বজরং পুনিয়া লিখেছেন,আমরা ‘সম্মানিত’ কুস্তিগীররা কিছুই করতে পারিনি। মহিলা কুস্তিগীরদের অপমান করার পরে আমি “সম্মানজনক” হিসাবে আমার জীবন যাপন করতে পারব না। এমন জীবন আমাকে সারা জীবন কষ্ট দেবে। সেই কারণেই আমি এই ‘সম্মান’ আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct