আপনজন ডেস্ক: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর প্রথম রাজ্যের পাওনা টাকা মিলল কেন্দ্রীয় সরকারের থেকে। তবে এই টাকা আবাস যোজনা বা একশো দিনের কাজের বকেয়া টাকা নয়। রাজ্যের সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্য এই টাকা দিয়ে থাকে কেন্দ্র। সেই খাতে করের টাকা বেশ কয়েখটি রা্যেকে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলা। বাংলা পেয়েছে ৫৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। তবে সবচেয়ে বেশি পেয়েছে যোগী অদিত্যনাতের রাজ্র উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ পেয়েছে ১৩ হাজার ৮৮ কোটি ৫৮ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার, ৭ হাজার ৩৩৮ কোটি টাকা। তৃতীয় মধ্যপ্রদেশ, ৫ হাজার ৭২৭ কোটি টাকা। তার পরের স্থানে রয়েছে বাংলা।বাংলার এই অর্থ প্রাপ্তি নিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কর বাবদ রাজ্যের যে পাওনা, তারই এটি অতিরিক্ত কিস্তি। এটা নিয়ম মাফিক দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন কিছু নেই। আয়কর-সহ অন্যান্য খাতে রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে, তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয়। প্রতি মাসের ১০ তারিখের আশপাশে এই টাকা দেয় কেন্দ্র। তারই অংশ এটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct