সুরজীৎ আদক, শ্যামপুুর, আপনজন: বৃহস্পতিবার বিকেলে কলকাতার পার্ক স্ট্রিটের প্রাক ক্রিসমাস উদ্বোধনে এসে গড়চুমুকের মিনি জু-র ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে শ্যামপুুরের মধ্যে চিড়িয়াখানা পর্যটকদের বাড়তি আগ্রহের বিষয়।১২.৪৩ হেক্টর জায়গা জ়ুড়ে গড়চুমুকে বাগান ও মিনি জ়ু বানানো হয়েছে। পরিপাটি করে সেই বাগানকে সাজানো হয়েছে। একাধিক অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে। গড়চুমুকের চিড়িয়াখানার জন্য নিয়োগ করা হয়েছে একজন রেঞ্জ অফিসারও। চিড়িয়াখানায় রয়েছে ইন্ডিয়ান রক পাইন (অজগর), কুমির, স্থল ও জলে থাকা কচ্ছপ, বাঘরোল, হরিণসহ নানা পশু পাখি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার কাঁকর হরিণ আনা হয়েছে। বনদপ্তরের কর্তাদের দাবী এই চিড়িয়াখানায় যত বাঘরোল আছে, তা অন্য কোথায় নেই!পশু-পাখিদের থাকার জন্য ২৪টি এনক্লোজ়ার করা হয়েছে। কোন এনক্লোজ়ারে কোন পশুপাখি আছে, তার জন্য বোর্ড লাগানো হয়েছে।পর্যটকদের জন্য চিড়িয়াখানার ভিতর ঢালাই রাস্তা করা হয়েছে। চিড়িয়াখানায় প্রবেশ ও বন দপ্তরের নিজস্ব কার্যালয়ে প্রবেশ করার জন্য আলাদা গেটও করা হয়েছে।এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ডা.দীপাপ প্রিয়া পি,হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস কুমার বসু,উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডা.নির্মল মাজি,শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালিপদ মন্ডল,হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজীৎ সরকার,উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ ধোপোলা,শ্যামপুর-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্যী,উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct