আপনজন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আসন্ন জাতীয় নির্বাচনে তিনটি আসনে লড়বেন বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)।বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।রোববার আদিয়ালা কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আলী জাফর বলেন, ইমরান খান সাহেব জানাতে চান, তিনি পাকিস্তানের অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।তিনি আরো বলেন, তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর আইএইচসি তার রায় প্রকাশ করতে চলেছে। আমরা আশা করি যে, শীঘ্রই রায় ঘোষণা করা হবে। কারণ (নির্বাচনের) তফসিল প্রকাশিত হয়েছে। রায় পিটিআইয়ের পক্ষে হবে বলে আশাবাদী এই আইনজীবী।ব্যারিস্টার জাফর বলেন, দেশ নির্বাচন মোডে প্রবেশ করায় সকল পিটিআই কর্মীদের তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলে থাকা আমাদের কর্মীরা, যারা এই কঠিন সময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে শতভাগ মনোনয়ন বরাদ্দ করা হবে। বাকি প্রার্থীদেরও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের নাম ঘোষণা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct