আপনজন ডেস্ক: এবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যুক্তরাষ্ট্র যদি তাদের ব্যাপারে ‘নাক গলায়’ এবং ইয়েমেন হামলা চালায়— তাহলে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানো হবে।”এছাড়াও যুক্তরাষ্ট্রের গঠিত টাস্ক ফোর্সে অন্যান্য দেশকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন হুথি প্রধান। বুধবার হুথি প্রধান আব্দেল মালেক আল-হুথি এক টিভি ভাষণে এসব কথা বলেন।ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। তাদের হামলার কারণে লোহিত সাগরের সামুদ্রিক পথ বড় ঝুঁকির মুখে পড়েছে।হুথিদের হামলা প্রতিহতে এরই মধ্যে ১০টি দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে; সেটি নিশ্চিত করবে এই টাস্কফোর্স। এটি গঠনের পরই হুথিদের পক্ষ থেকে নতুন করে হুমিক দেওয়া দিল।জানা গেছে, যুক্তরাষ্ট্র মোট ৪৯টি দেশকে টাস্ক ফোর্সে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শুধুমাত্র ১০টি দেশ এতে যোগ দিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া আর কোনও দেশ যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct