রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সকাল থেকে রাত। প্রায় ১৯ ঘন্টা পর্যন্ত আয়কর হানা চললো মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে। আয়কর হানার মাঝেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক বায়রন বিশ্বাস এর বাবা শিল্পপতি বাবর বিশ্বাস। ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, বুধবার সকাল ৬ টা থেকে সাগরদিঘী বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি, গোডাউন, হাসপাতাল, স্কুল সহ একাধিক জায়গায় হঠাৎ হানা দেয় আয়কর দপ্তরের। বিশাল গাড়ি বহর নিয়ে রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে বায়রন বিশ্বাসের গোডাউন, ওটু পাবলিক স্কুল, সুতির বংশবাটিতে নির্মীয়মান কেমিক্যাল ফ্যাক্টরি, সামশেরগঞ্জের পাকুর রোড এলাকায় ওটু হাসপাতাল, ধুলিয়ান বাসস্ট্যান্ড সংলগ্ন বাইরণ বিশ্বাসের বাড়ি ও নতুন ডাকবাংলা এলাকায় ওটু চায়ের ফ্যাক্টরি, বাড়ি ও বিড়ি কারখানাতে হানা দেয় আয়কর দপ্তর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বায়রন বিশ্বাসের বাড়ি, হাসপাতাল। তারপরই শুরু হয় তল্লাশি অভিযান। এদিকে সকাল সকাল আয়কর দপ্তরের হানা ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে জঙ্গিপুর মহকুমা জুড়ে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক বায়রন বিশ্বাসের বাবা বাবর আলী জানান, আমরা ব্যবসা করি সাধারণ মানুষের সহযোগিতা করি। অনেক মানুষকে বিনামূল্যে চিকিৎসা থেকে শুরু করে পড়াশোনা করিয়ে থাকি।কেন এই নজরদারি তা আমাদের জানা নেই। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও দাবি করেন। যদিও বিধায়ক বায়রন বিশ্বাসের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে লাগাতার তল্লাশি অভিযানে মোট ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেই আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct