জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: ব্যান্ডেল দেবানন্দপুর গ্রামের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মভিটের সংস্কার ও উন্নতিকরণ প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যান্ডেল দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গ্রামেই তার পৈত্রিক ভিটে রয়েছে। শরৎচন্দ্রের ছোটবেলা তার এই দেবানন্দপুর গ্রামেই কেটে যায়। দেবানন্দপুর এ রয়েছে শরৎচন্দ্রের পৈত্রিক ভিটে, শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার, শরৎচন্দ্রের নামাঙ্কিত সেমিনার হল এমনকি ছোটবেলায় যে পাঠশালায় পড়াশোনা করেছিলেন সেই প্যারী পন্ডিতের পাঠশালাও রয়েছে। তবে তা আজ ভগ্নদশায় পরিণত হয়েছে। দেবানন্দপুর গ্রামবাসীর পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল এই দেবানন্দপুর গ্রামকে পর্যটন মানচিত্রে যোগ করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এই দেবানন্দপুর কে পর্যটন মানচিত্রে যোগ যোগ করা হয়েছে। এর পরেই পর্যটন দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই শরৎচন্দ্রের দেবানন্দপুর গ্রাম কে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হবে। তার জন্য এক কোটি দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পর্যটন দপ্তরের পক্ষ থেকে। সেই টাকা দিয়ে প্রথম পর্যায়ে শরৎচন্দ্র স্মৃতি মন্দির তার পৈত্রিক ভিটে ও সেমিনার হলটিকে সারিয়ে তোলা হবে। এদিন কলকাতায় বড়দিনের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে তার শিলান্যাস করলেন। এদিন দেবানন্দপুরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct