সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: সদ্য তৈরি হওয়া পিচ রাস্তার উপর গভীর রাতে ডিজেল ছড়ালো দুষ্কৃতীরা। লালগোলা ব্লকের শালিকা থেকে বাগচীর মাঠ পর্যন্ত পাঁচ কিলোমিটার পথশ্রী প্রকল্পের পিচ রাস্তা তৈরীর কাজ শুরু হয় সপ্তাহ খানেক আগে। তার মধ্যে বেশ কিছুটা রাস্তা তৈরি করা হয়েছে ইতিমধ্যে। বিরামপুর বাউসি এলাকায় সপ্তাহ খানেক আগে সদ্য তৈরি হওয়া ওই রাস্তার উপর বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা ডিজেল জাতীয় জ্বালানি তেল ছড়িয়ে দেয়। প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে সেই ডিজেল ছড়ানো হয় বলে অভিযোগ। ডিজেল বা জ্বালানি জাতীয় তেল পিচের সঙ্গে মিশলে পিচ তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলে। যার ফলে যে সমস্ত জায়গায় ডিজেল ছড়ানো হয়েছে সেখানে একটু ঘষা পড়তেই উঠে আসছে পিচ।বৃহস্পতিবার সকালে সেই দৃশ্য দেখে গ্রামবাসীরা খবর দেয় কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে। ওই রাস্তার কাজের ঠিকাদার তার প্রতিনিধি নিয়ে সেখানে যায় এবং দেখতে পায় সেই দৃশ্য।ঠিকাদার পক্ষের অভিযোগ, ওই রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ঠিকাদারের সঙ্গে দেখা করার জন্য ঠিকাদারকে ডাকে। কিন্তু ঠিকাদার না যেতে চাওয়ায় ওই প্রভাবশালী ব্যাক্তিরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান তাদের।
ইতিমধ্যে স্থানীয় লালগোলার বিডিও এবং লালগোলা থানায় বিষয়টি জানানো হয়েছে।স্থানীয় বাসিন্দারা বলেন, ‘সকালে আমরা চা খেতে যাওয়ার সময় দেখতে পায় রাস্তার উপর ডিজেল জাতীয় তেল ছড়ানো রয়েছে। প্রথমে ভেবেছিলাম কিছুটা জায়গায় হয়তো তেল পড়েছে পরে দেখলাম দেড় কিলোমিটার রাস্তা জুড়ে সেই তেল ছড়ানো রয়েছে।’দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার পিরু সেখ বলেন, ‘এই ঘটনা জানতে পারার পর আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি বিষয়টি এবং এর সঠিক তদন্ত করার জন্য আবেদন রেখেছি। সরকারি সম্পত্তি এভাবে যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct