আপনজন ডেস্ক: আসছে আইপিএল মৌসুমের ‘মিনি অকশন’ অনেকের চোখই কপালে তুলে দিয়েছে। এই নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো মেতে উঠেছিল রেকর্ড ভাঙা–গড়ার খেলায়! নিলাম শুরুর কিছুক্ষণ পরই আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়েন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।এর ঘণ্টা দুয়েক পর কামিন্সের রেকর্ড ভেঙে দেন তাঁর অস্ট্রেলিয়া দলের সতীর্থ মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।তারকা ক্রিকেটারদের পেতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর লড়াইয়ে তরতরিয়ে বেড়েছে অনেকের দাম। সেই দলে অবশ্য ছিলেন না বিশ্বকাপের ফাইনালে শতক করে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতানো ট্রাভিস হেড। তাঁকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে পেয়ে গেছে হায়দরাবাদ। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে টি–টোয়েন্টিতে দুর্দান্ত কার্যকরী এই ওপেনারকে পেয়ে হায়দরাবাদের কর্মকর্তারা দারুণ খুশিই বলে মনে করেন টম মুডি।
হায়দরাবাদের সাবেক এই কোচ বলেছেন, ‘তাদের (হায়দরাবাদ) অনেক বিকল্প আছে। অনেক ম্যাচজয়ী খেলোয়াড় পেয়েছে তারা। একটা বিষয়ই শুধু আমরা জানি না, তাদের নেতৃত্ব কে দেবে।’ আইপিএলের গত আসরে হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মার্করাম। এবার বিশ্বকাপজয়ী কামিন্স থাকায় নেতৃত্বে বদল আসতে পারে মনে করছেন কেউ কেউ।মুডির মতে, বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে সেরা হওয়া হেডকে ওপেনার হিসেবেই খেলাবে হায়দরাবাদ। বাঁহাতি এ ব্যাটসম্যানকে পেয়ে ফ্র্যাঞ্চাইজিটি কতটা খুশি, স্টার স্পোর্টসে সেটা তুলে ধরেছেন মুডি, ‘আমি মুত্তিয়া মুরালিধরনকে (বোলিং কোচ) নিলামের সময় বলতে শুনেছি যে তারা ট্রাভিস হেডকে নিয়ে রোমাঞ্চিত। কারণ, ওকে তারা ওপেনার হিসেবে চেয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct