আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ার বাগআঁচড়া পঞ্চায়েতের বেলের মাঠ ২৪৯ নাম্বার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে অসুস্থ তিন শিশু, বিষাক্ত পোকা সহ খিচুড়ির বাটির হাতে নিয়ে বিক্ষোভ অভিভাবিকা দের। ওই কেন্দ্রের প্রায় প্রত্যেক শিশুর অভিভাবক অভিভাবিকা দের দাবি শিক্ষিকা চম্পা পাল এবং সহকারী শিক্ষিকা দুর্গা বর্মন দুজনে একসাথে উপস্থিত হওয়ার না কোনদিন ,নিজেদের মধ্যে অলিখিত ছুটি নিয়ে কোনমতে চালান আইসিডিএস কেন্দ্র । সকাল আটটায় পড়াশোনা আরম্ভ হওয়ার কথা থাকলেও শিক্ষিকা উপস্থিত হন নটা কিংবা সাড়ে নটা এরপর রান্নার আয়োজন তারপরে রান্না করে সাড়ে দশটার মধ্যে বাড়ি পড়াশুনো উঠেছে শিকেয়।এভাবেই চলছে দিনের পর দিন।এর আগেও একাধিকবার শিশুদের খাদ্যে কখনো পোকামাকড় মশা মাছি এ ধরনের বিষাক্ত বিষয় থাকার জন্য বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে শিশু তবে এবার বুধবার দেওয়া খিচুড়ি খেয়ে তিন শিশু অসুস্থ। তাদের বমি এবং পায়খানা শুরু হয়েছে গতকাল সকালে ওই খিচুড়ি খাওয়ার পর। এরপর শিশুদের চিকিৎসা করিয়ে বৃহস্পতিবার সকালে খিচুড়ির পোকা ধরা ওই বাটি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
যদিও শিক্ষিকার সাফাই বাচ্চাদের বিদ্যালয়ে না পাঠালে পড়াশোনা করানো সম্ভব নয় অন্যদিকে অভিভাবকরা বলেন একদিকে নিম্নমানের খাবার অন্যদিকে দু’জন একসাথে বিদ্যালয়ে না আসা এবং পঠন-পাঠন না পেয়েই তাদের এই অনীহা। ৩ বাচ্চা অসুস্থ প্রসঙ্গে শিক্ষিকা জানান তাকে কেউ ফোন করে জানায়নি।অসুস্থ বাচ্চার মা সান্তনা বিশ্বাস।স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা, ওই অঞ্চলের পঞ্চায়েত সদস্যা রিতা ধারা মন্ডল অবশ্য নির্দল প্রার্থী বর্তমানে তৃণমূলের সাথে, শুধু তিনি নন ৪৪ জন বাচ্চার অভিভাবিকা একসাথে বিক্ষোভ কোন রাজনৈতিকভাবে নয় বলেই জানান অভিভাবকরা তারা প্রশ্ন তোলেন শিক্ষিকা স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ পালের স্ত্রী তাই এর আগেও একাধিকবার প্রতিবাদ করতে গিয়ে কাজ হয়নি। অভিভাবকরা বলেন, এখানে বাচ্চাদের জীবন মরণের প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct