আপনজন ডেস্ক: আগামী মার্চে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ষোড়শ আসর। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির নিলামও শেষ। অকশনের প্লেয়ার ড্রাফটে নাম ছিল আদিল রশিদের। তবে ইংলিশ লেগস্পিনারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। নিলামে অবিক্রীত থাকার একদিন পর সুখবর পেলেন আদিল রশিদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। গতকাল আইসিসি র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ করে। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন আদিল রশিদ। সেরার লড়াইয়ে আফগানিস্তানের রশিদ খানকে দুইয়ে এবং ভারতের রবি বিস্ময়কে তিনে নামিয়ে দিয়েছেন ইংলিশ লেগস্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সই আদিল রশিদকে চূড়ায় উঠিয়েছে। ক্যারিবিয়ানে শেষ চার ম্যাচে ৭ উইকেট নেন ৩৫ বছর বয়সী এই বোলার।
ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছালেন আদিল রশিদ। এক দশক আগে প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের সাবেক অফস্পিনার গ্রায়েম সোয়ান। আদিল রশিদ দল না পেলেও র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা রশিদ খান ২০২৪ আইপিএলে খেলবেন গুজরাট টাইটানসের হয়ে। তিনে থাকা রবি বিস্ময় খেলবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাটের অলরাউন্ডার ক্যাটাগরিতেও শীর্ষে টাইগার অধিনায়ক। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন বাবর আজম। পাকিস্তান এই ব্যাটার ভারতের শুবমান গিলকে দুইয়ে নামিয়ে চূড়ায় পৌঁছান। তিনে ভারতের আরেক ব্যাটার বিরাট কোহলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct