আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার ছাড়িয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নজিরবিহীন হামলা শুরুর পর কেবল মাঝের ৭ দিনের যুদ্ধবিরতির সময়টুকু বাদে প্রতিদিন গড়ে নিহত হয়েছে প্রায় ৩০০ মানুষ।
গাজার চিকিৎসকরা বলছেন, নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। কারণ, বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মরদেহ এবং যাদেরকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি তারা এই হিসাবের মধ্যে নেই।ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক অভিযান চালানোর পর থেকে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পূর্ণ হয়েছে। এখন যুদ্ধ তীব্রতম পর্বে প্রবেশ করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন লক্ষ্যে অবিরাম বোমা হামলা চালাচ্ছে।এ পরিস্থিতিতে গাজায় হামলা বন্ধ করা এবং গাজাবাসীর জন্য আরো মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct