আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে তাঁর সরকার নববর্ষের দিন থেকে সমস্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) চার শতাংশ বৃদ্ধি করবে।কলকাতার পার্ক স্ট্রিটএলাকার অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস কার্নিভাল ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি যে ১৪ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী, সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নন-টিচিং কর্মী এবং সমস্ত সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী, প্যারাস্ট্যাটাল ও পেনশনভোগীরা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ পাবেন।কেন্দ্রীয় সরকারের জন্য ডিএ বিধান বাধ্যতামূলক এবং এটি রাজ্যের জন্য “ঐচ্ছিক” উল্লেখ করে মমতা বলেন, ডিএ বৃদ্ধির জন্য তার সরকারকে অতিরিক্ত ২,৪০০ কোটি টাকা ব্যয় বহন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের জন্য ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। তাদের কথা বিবেচনা করে আমরা এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করছি। এই চার শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্য হল ১০%।পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন করছেন।তারা ডিএ নিয়মিতকরণ ও এটিকে তাদের কেন্দ্রীয় সরকারের সমকক্ষ করার ও দাবি জানিয়েছে। ৪ শতাংশ বৃদ্ধির ফলে ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক রইল ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ডিএ পান ৪৬ শতাংশ হারে।তবে মুখ্যমন্ত্রীর এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণায় ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের কর্তারা খৃমি নন। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের সমতুল মহার্ঘ ভাতা চাই। এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ডিএ-তে কেন্দ্র-রাজ্য ব্যবধান ৪০ শতাশ। ৪ শতাংশ ঘোষণা করা হয়েছে। তাদের প্রশ্ন এককের ঘরের শূন্যটা কোথায় গেল? শূন্রটাকে বাম দিকে না বসিয়ে চার এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct