আপনজন ডেস্ক: জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) নিযুক্তি থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হল সুপ্রিম কোর্টকে। মুখ্য নির্বাচনী কমিশনার ও দুই নির্বাচন কমিশনার নিয়োগের দায়িত্ব হাতে নিল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এ–সংক্রান্ত বিল বৃহস্পতিবার বিরোধী সংসদ সদস্র লোকসভায় পাস হল। এই বিল আগেই রাজ্যসভায় পাস হয়েছিল। রাষ্ট্রপতির সইয়ের পর তা নতুন আইন হিসেবে গণ্য হবে। এই আইন বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়ে ফেলবে বলে বিরোধীদের অভিমত।
উল্লেখ্য, এতদিন দেশের নির্বাচন কমিশনার নিয়োগের ভার বরাবরই সরকারের হাতে ছিল। সরকারও নিজের পছন্দমতো কর্তা নিয়োগ করত। এক সদস্যের কমিশন থেকে ক্রমেই তা তিন সদস্যের কমিশন হয়। একজন মুখ্য নির্বাচন কমিশনার ও দুজন নির্বাচন কমিশনার এখন দায়িত্ব পালন করেন। কমিশনারদের নিয়োগের কোনো আইন না থাকায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিলে নিয়োগ করতে থাকেন কমিশনারদের । সুপ্রিম কোর্ট এ বছর এক মামলায় আইন তৈরির ওপর জোর দেন। বিল পাস হওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার নিযোগে সুপ্রিম কোর্টের আর কোনো ভূমিকাই থাকবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct