আপনজন ডেস্ক: এবার দেশের অন্যতম সেরা থানার শিরোপা পেল হুগলির শ্রীরামপুর থানা। এর আগে একশো দিনের কাজ থেকে শুরু করে কন্যাশ্রী, দুয়ারে সরকার সহ বাংলায় কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প দেশের সেরার স্বীকৃতি পেয়েছে। এবার তাতে নতুন পালক যোগ হল হুগলির চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানা। দেশের তিন সেরা থানার অন্যতম শ্রীরামপুর থানা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কৃতিত্বে রাজ্য পুলিশকে অভিনন্দনও জানান পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘এই ঘোষণা করতে পেরে গর্বিত যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, আমাদের শ্রীরামপুর থানা-কে (চন্দননগর পুলিশ কমিশনারেট) ২০২৩ সালের জন্য গোটা দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি হিসাবে নির্বাচিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের ৫ জানুয়ারি নিজে আমাদের সংশ্লিষ্ট অফিসারের কাছে ট্রফি তুলে দেবেন। জাতীয়স্তরে আমাদের অনবদ্য নজিরের জন্য সকল পুলিশ ভাইদের ধন্যবাদ। জয় বাংলা।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct