আসিফ রনি, বহরমপুর, আপনজন: বুধবার বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন হল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে প্রকাশিত হল আররি বিভাগীয় দেওয়াল পত্রিকা। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অতঃপর পর বরন করে নেওয়া হয় উপস্থিত অতিথিদের। অনুষ্ঠান উপস্থিস অতিথিগণ আরবি ভাষা সমন্ধিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আরবি বিভাগের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে আরবি কবিতা আবৃত্তি, আরবি ভাষায় বক্তৃতা ও আরবি ভাষায় কোরাস সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের কো-অর্ডিনেটোর ড. মেহেদী হাসান আরবি ভাষা ও সাহিত্যের উজ্জ্বল দিক নিয়ে আলোচনা করেন এবং সেমেটিক ভাষাগোষ্ঠীর সমগোত্রীয় অন্যান্য ভাষার চাইতে আরবি ভাষার উন্নতি, প্রচার-প্রসার ও ব্যাপ্তি নিয়ে আলোচনা করেন। এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অচিন্ত্য সাহা, রেজিস্টার ডঃ মিনারুল হক, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগীয় কো-অর্ডিনেটোর ও গৌরবঙ্গ ইউনিভার্সিটি প্রফেসর ডঃ মেহেদী হাসান, আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. সাইদুর রহমান, আলিয়া ইউনিভার্সিটি বাংলা বিভাগীয় প্রফেসর মির রেজাউল করিম, কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ড. নাজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct