নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: বাড়ির দরজা বন্ধ।বারবার ডাকাডাকি করলেও কোনও সাড়া নেই।পরিচারিকাও এসে ফিরে যায়।কিন্তু,দীর্ঘসময় বাড়ি থেকে কেউ বের না হওয়াতে বাড়তে থাকে সন্দেহের দানা।ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত তাম্রলিপ্ত পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসান এলাকায়।বিষয়টা জানাজানি হতেই প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে।শেষে খবর দেওয়া হয় পুলিশে।বুধবার সকালে তমলুক থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভাঙতেই চোখ কপালে উঠে যায় সকলের।দেখা যায় ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক শীর্ণকায় বৃদ্ধের দেহ।মৃত বাবার দেহ আগলে বসে রইলেন মানসিক ভারসাম্যহীন মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায় ভোলানাথবাবুর স্ত্রী রয়েছে।এক মেয়েও।সেই মেয়ের আরামবাগে বিয়ে হয়েছে।মান্তুর মানসিক সমস্যার কারণে বাড়িতে রোজ অশান্তি লেগেই থাকত।সে কারণেই ভোলানাথ বাবুর স্ত্রী তার ছোট মেয়ের সঙ্গে থাকেন বলে জানা যায়।কিন্তু,এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তাঁরা কেন খোঁজ নিলেন সেই প্রশ্নও ভাবাচ্ছে পুলিশকে।তমলুক থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার খবর দেওয়া হয়েছে মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে। কীভাবে মৃত্যু হয়েছে বৃদ্ধের, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। রবিনসন স্ট্রিটের ছায়া তমলুকে,স্থানীয়রা বলেন বিষয় টি ভাবিয়ে তুলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct