আপনজন ডেস্ক: আগরতলার গণরাজ চৌমুহনী এলাকায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সরকারি বাসভবন ঘেরাও করল সরকারি ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষায় (টেট) উত্তীর্ণ হলেও এক বছর ধরে বেকার থাকা একদল বিক্ষোভকারী যুবক।তাদের দাবি, ত্রিপুরার সরকারি স্কুলগুলিতে ‘শিক্ষকের তীব্র ঘাটতি’ দূর করতে রাজ্য সরকারের উচিত এই ধরনের টেট-যোগ্য কিন্তু বেকার যুবকদের জন্য একটি বিশেষ নিয়োগ অভিযান পরিচালনা করা।বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে টেট-যোগ্যতাসম্পন্ন এক বেকার চাকরিপ্রার্থী বলেন, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু পারিনি। পুলিশ এবং টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) কর্মীরা এখানে (আগরতলা) আমাদের তাড়িয়ে দিয়েছে... আমরা গত কয়েক মাসে তার সাথে দেখা করার জন্য দুই থেকে তিনবার অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু তা করতে পারিনি। আমরা এর আগে অন্যান্য মন্ত্রীদের সাথে দেখা করেছি, যারা আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরামর্শ দিয়েছিলেন... আমরা জানতে চাই, আমরা যে সব সমস্যার সম্মুখীন হচ্ছি, তা নিয়ে মুখ্যমন্ত্রী কী ভাবছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct