আপনজন ডেস্ক: জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ১৯৯১ সালের উপাসনালয় আইন কার্যকর হওয়ার পরে বাবরি মসজিদ বাদে কোনও মসজিদ সম্পর্কিত কোনও সমস্যা থাকা উচিত নয়। বারাণসীর জ্ঞানবাপী মসজিদের বিষয়টি নিয়ে তাই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তে উলামায়ে হিন্দ তাই জ্ঞানবাপি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি বিশ্বাস করি ১৯৯১ সালের ধর্মস্থান আইন হলেও সাম্প্রদায়িক শক্তি কখনোই এদেশে হিন্দু-মুসলিম ঐক্য হতে দেবে না। তিনি বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়নি। যদি জ্ঞানবাপি মসজিদ ও মথুরা ঈদগাহ নিয়ে একটি সঠিক সমীক্ষা করা হয়, তাহলে একই ঘটনা হবে। এটি প্রমাণিত হবে যে, মন্দির ভেঙে দুটি মসজিদ তৈরি হয়নি। কারণ আমাদের ধর্মে মন্দিরের জমিতে কোনো মসজিদ তৈরি করা যায় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct