আপনজন ডেস্ক: প্রাথমিকে ৪২ হাজারেরও বেশি চাকরিপ্রাপ্তদের প্যানেল আদালতে জমা দেওয়অর যে নির্দেশ দিযেছিলন বিচারপতি সিনহার একক বেঞ্চ, সেই নির্দেশের উপর চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। অপরদিকে, বিচারপতি সৌমেন সেন সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান, ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে মূল মামলাকারীরা ২০১৪ সালের টেটে উত্তীর্ণ হয়েছিল কি না। বিচারপতি বলেন, আদালত জানতে চায় এরা প্রাথমিক যোগ্যতা অর্জন করেছিল কি না। তাার উত্তীর্ণ না হলে তাদের মামলা করার াধিকার থাকবে না। ৪ জানুয়ারি ফের এই শুনানি মামলার। এ ব্যাপারে সিবিআইয়ের কাছে রিপোর্ট পেশের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, পর্ষদ বারবার ডিজিটাইজড ডাটার কথা বললেও কিন্তু সিবিআই ডিজিটাইজড ডাটা খুঁজে পায়নি । আসল ওএমআর শিট খুঁজে পায়নি পর্ষদ সেগুলো নষ্ট করে দেওয়ায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct