আপনজন ডেস্ক: ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) বিশ্লেষক জেরার্ড বেকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বছরের সেরা ভূ-রাজনৈতিক’ বলে অভিহিত করেছেন। এছাড়াও ইলন মাস্কে তিনি বছরের সেরা ব্যবসায়ীর আখ্যা দিয়েছেন। খবর তাসের।জেরার্ড বেকারের মতে, ‘বছরের সেরা হলেন পুতিন, মাস্ক ও টেলর সুইফট এবং সুপ্রিম কোর্টের সঙ্গে মার্কিন অর্থনীতি।’ তিনি বলেন, ‘কিয়েভের বহুমুখী পাল্টা আক্রমণ স্থগিত হয়ে গেছে; জনাব পুতিনের অর্থনীতি পশ্চিমা নিষেধাজ্ঞাও থামাতে পারেনি; ইউরোপীয় সংকল্প ম্লান হয়ে যাচ্ছে; আমেরিকান সমর্থন ভেঙে যাচ্ছে। পুতিন কৌশলগত ধৈর্যের নৃশংস সুবিধা প্রদর্শন করছেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct