X

১৭ মে, ২০২৫, শনিবার ১৯ জিলকদ, ১৪৪৬ হিজরী
Join on e-Paper
  • হোম
  • সাম্প্রতিক
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিবিধ
  • স্বাস্থ্য
  • রকমারি
  • নির্বাচন ২০২৩-২৪

সদ্যপ্রাপ্ত সংবাদ

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ট্রাম্পের চাপে গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল নাসা
ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
ইথিওপিয়ায় গৃহযুদ্ধ চালানো টাইগ্রে দল নিষিদ্ধ
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মিত হল চিনে
যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাস প্রধান
Posted By: মোদাসসার হোসেন মোল্যা
২১ ডিসেম্বর, ২০২৩, বৃহস্পতিবার১৮:০০
Facebook Twitter Google LinkedIn Print Print Whatsapp

আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সঙ্গে জিম্মি বিনিময় প্রসঙ্গে আলোচনা করতে মিশর যাচ্ছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ। স্থানীয় সময় বুধবার তার কায়রোতে পৌঁছানোর কথা রয়েছে।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে হামাসের একটি উচ্চপর্যায়ে প্রতিনিধিদল এ সংলাপে অংশ নেবে এবং সেই দলটির নেতৃত্ব দেবেন ইসমাইল হানিয়া। এছাড়া মিশরের গোয়েন্দা বাহিনীর প্রধান আব্বাস কামেলের সঙ্গেও দেখা করবেন হানিয়া। এবারের বৈঠকে অবরুদ্ধ গাজাবাসীকে মুক্ত করা, ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি, গাজায় ইসরায়েলি হামলার অবসান এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন নেতারা। এছাড়া গাজায় মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হবে ওই বৈঠকে।এর আগে কাতারের মধ্যস্থতায় এক সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। সেই চুক্তির মাধ্যমে ৮০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ২৪০ কারাবন্দি ফিলিস্তিনির মুক্তি নিশ্চিত করেছিল ওই স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি।এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাসের হাতে থাকা ইসরায়েলিদের মুক্ত করতে সোমবার ইউরোপে ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান নির্বাহী ডেভিড বার্নিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক বিল বার্নর্সের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানি।গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় হামাস। ওই দিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর আহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি।

 
 
আরও পড়ুন:
যুদ্ধে সাধারণের প্রাণ যায়, ক্ষতি অর্থনীতির, তাই যুদ্ধ চাই না: শতাব্দী
ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কাঁটাগড়িয়ায় প্রতিবাদ সভা
জার্মানিতে ক্লাবের আনন্দ উদ্‌যাপন, ২৫ জন হাসপাতালে
 
Tags: #Hamas  #Egypt  #ceasefire  #war2023  #international  #aponzonenews  
 
 
 
এই বিভাগের আরও খবর