রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীসহ ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে বিক্ষভ মিছিল কংগ্রেস। কংগ্রেসের দাবি বিরোধী শূন্য অর্থাৎ গণতন্ত্র শূন্য করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। লোকসভায় বিরোধী সাংসদদের বহিষ্কারের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করছে এই ফ্যাসিস্ট সরকার। তাই মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস ।এ বিষয়ে শীতকালীন অধিবেশনের জন্য কংগ্রেস লোকসভার দলনেতা অধীর চৌধুরী সাসপেন্ড হওয়ার পর সাংবাদিকদের জানান “আমার মনে হয় টিভিতে বলা, বাইরে বলা প্রধীনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খুব সহজ লাগে কিন্তু সংসদে এসে কিছু বলতে তাঁরা ভয় পান’। মঙ্গলবার বহরমপুর কংগ্রেস কার্যালয় থেকে গির্জামোড় সহ মিছিল করেন কংগ্রেস নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন শত শত কংগ্রেস কর্মী বৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct