আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ইতিমধ্যেই বঙ্গে শীতের আমেজ পড়ে গিয়েছে ডিসেম্বর মাস শেষ হতে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। সাজু সাজো রবে সেজে উঠেছে গোটা রাজ্য। কারণ নতুন বছর পড়তে আর মাত্র কয়েকটা দিন আর বাঙালি সেই অপেক্ষায় দিন গুনছে। পালক্রমে ছয়টি ঋতু এসে প্রকৃতিকে নব রূপে সাজিয়ে তোলে। সৌন্দর্যের পসরা সাজিয়ে তারা আসে আর যায়, প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীতকালের। গ্রাম কিংবা শহর সব জায়গাতেই এক ভিন্ন আমেজ তৈরী হয়।আর শীতকালেই ঘুরতে যাওয়া থেকে শুরু করে মাঠমুখী আবার নানা ভ্রমণ পিপাসু মানুষ বাইরের মুখী হয়ে যায়। প্রতিবছরের মতো এবছরও বীরভূমের বক্রেশ্বর ধামের প্রতি বরাবরই তীর্থযাত্রীদের বিশেষ আকর্ষণ লক্ষ করা যায়, এবং যা পুণ্যার্থীদের ঢল থাকে চোখে পড়ার মতো পুজো প্রাঙ্গণে। বক্রেশ্বরে টুরিস্ট গাড়ি গুলি ভর্তি করে লোক আসছেন মন্দির দর্শন করবার জন্য। ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানে পূর্ণ স্নান করে মন্দিরে গিয়ে পূজো দিচ্ছেন সকলেই। বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপিঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct