আপনজন ডেস্ক: বিশ্বের অনেক দেশের নাগরিক বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের অনেকেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই দেশটিতে প্রবেশ করেছেন। তবে এমন অভিবাসীদের গ্রেফতার করার পদক্ষেপ নিচ্ছে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য। মূলত ফেডারেল সরকারের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে আইন প্রণয়ন করেছে মার্কিন এই অঙ্গরাজ্যটি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস এমন একটি আইন প্রণয়ন করেছে, যার ফলে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশকে বেআইনি এবং এই ধরনের কাজ কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এটি আধুনিক সময়ে আমেরিকার কোনও অঙ্গরাজ্যের পাস করা কঠিনতম অভিবাসন আইনগুলোর মধ্যে অন্যতম।
টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, এই আইন টেক্সাসে অবৈধভাবে প্রবেশের উত্তাল ঢেউ বন্ধ করবে। অবশ্য অভিবাসনের সমর্থকরা বলেছেন, এই আইনটি জাতিগত বিদ্বেষের সৃষ্টি করবে। ক্রমবর্ধমান অবৈধ অভিবাসন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সীমান্ত নীতির বিষয়ে জনসাধারণের উদ্বেগের মধ্যেই টেক্সাসের এই পদক্ষেপ সামনে এল। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টেক্সাসের প্রণয়ন করা নতুন এই আইন কিছুটা বিতর্কিত, কারণ মার্কিন আদালত আগেই রায় দিয়েছে যে, শুধুমাত্র ফেডারেল সরকার অভিবাসন আইন প্রয়োগ করতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct