সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: স্ত্রীর চাহিদা অনুযায়ী দাবি মেটাতে না পারায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্বামী। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার শ্যামপুর নতুনপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে বাড়ির লোকজন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। মৃত যুবকের নাম আলমগীর শেখ (২২)।
পরবর্তীতে দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে ভগবানগোলা থানার রামবাগের বস্ত্র ব্যবসায়ী আলমগীর শেখ প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন সালার থানার বাসিন্দা শাহানা আহমেদকে। বিয়ের পর থেকে আলমগীর ঘরজামাই হয়ে সালার থানার টেঁয়া এলাকায় শশুর বাড়িতে থাকতে শুরু করে। মৃতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির চাহিদামতো জিনিসপত্র দিতে না পারায় আলমগীরকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সোমবার আবারো স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে আলমগীর শ্বশুরবাড়িতে গেলে তাড়িয়ে দেওয়া হয়। অপমান সহ্য করতে না পেরে সোমবার গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। মৃতের মা পিয়ারা বিবি বলেন, ‘ওই বিয়েতে আমরা রাজি ছিলাম না, ব্যবসা দেখে প্রেমের জালে ফেলে ছেলেকে বিয়ে করে মেয়েটি। তারপর থেকেই বাবা-মেয়ে মিলে আমার ছেলেকে নিঃস্ব করে দেয়, পুলিশ ওদের কঠিন সাজা দেওয়ার ব্যবস্থা করুক।’ মৃতের বাবা তাজরুল ইসলাম বলেন, ‘ছেলে স্ত্রীর প্রেমে অন্ধ ছিল, তাই বিবাহবিচ্ছেদের কথা শুনতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী-শ্বশুর পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct