অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় তৈরি হওয়া রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে ডাকা হয়নি বিধায়ককে। তাই পুনরায় আবার সেই রাস্তার কাজের শিলান্যাস করা হল মঙ্গলবার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ডের খাদিমপুর স্কুলপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, খাদিমপুর স্কুলপাড়া এলাকার সিমেন্টের ঢালাইয়ের রাস্তা তৈরি করবার জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় চার লাখের কিছু বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সেই রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে ডাকাই হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ীকে। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ওই রাস্তার কাজে শিলান্যাস করেন। আর এর পরই মঙ্গলবার সেই একই রাস্তার পুনরায় শিলান্যাস করাহয় বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্তের উপস্থিতিতে।
এ বিষয়ে বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, ‘আমি যখন এই ওয়ার্ডে পৌরসভা নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম, তখনই এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম এই রাস্তাটি সংস্কার করবার বিষয়ে। বিধায়ক অশোক কুমার লাহিড়ী তাঁর তহবিল থেকে এই রাস্তাটি সংস্কার করবার জন্য ৪,৩৭,৩৪৪ টাকা বরাদ্দ করেন। বিধায়ক কে কোন রকম সূচনা না দিয়েই পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র রাস্তাটির কাজের শিলান্যাস করেছিলেন। তাই আজ আমরা পুনরায় রাস্তার কাজের শিলান্যাস করলাম। ’অন্যদিকে, এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, ‘বালুরঘাট বিধানসভা কেন্দ্রে মানুষ অশোক কুমার লাহিড়ীকে বালুরঘাটে দেখতে পান না। সরকারিভাবে তাকে নোটিশ বালুরঘাট পুরসভার তরফে পাঠানো হয়েছে। রাস্তার পাশাপাশি ওইখানে ড্রেনের দাবি ছিল এলাকাবাসীদের।সেখানে ড্রেনের কাজেরও শুভ সূচনা করা হয়েছে। বালুরঘাট পৌরসভার তারফে বিভিন্ন মুলক উন্নয়ন কাজ চলছে। বিজেপির তরফে সেগুলোকে নিয়ে কুৎসা করবার চেষ্টা করা হচ্ছে। মিডিয়ার মাধ্যমে তারা প্রচারে আসবার চেষ্টা করছেন।’ অন্যদিকে, এ বিষয়ে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী জানান, আমি বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ তিনি রাস্তাটির শুভ উদ্বোধন করে দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct