এম মেহেদী সানি, বারাসত, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার ৷ তারই অংশ হিসেবে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসত-১ ব্লকের দত্তপুকুর-২ গ্রাম পঞ্চায়েতের বুলবুল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প ৷ কিছুটা হলেও অভিনবত্ব দেখা গেল এই ক্যাম্পে ৷ দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি পরিষেবার আবেদনের জন্য দত্তপুকুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এদিন বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে বিভিন্নভাবে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা হয় ৷ এ দিন মডেলের সাহায্যে জলের অপচয় বন্ধ করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়, পাশাপাশি ছোট নাটিকার মাধ্যমে বাল্যবিবাহ দূরীকরণ, স্কুল ছুট রোধ করা, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিশুশ্রম রোধ, শিশু পাচার রোধ করার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় ৷
এতদিন রাজ্য সরকারের ৩৫ টি প্রকল্পের সুবিধা দুয়ারে সরকারের মাধ্যমে পাচ্ছিলেন রাজ্যের মানুষ ৷ এরই সাথে এবার কৃষকদের জন্য হর্টিকালচার বিষয়ক প্রকল্প যোগ করা হয়েছে। এদিন ক্যাম্প পরিদর্শনে এসে এমনটাই জানান বারাসাত-১ ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী ৷ ক্যাম্পে পরিদর্শনে আসেন বারাসাত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল, জয়েন বিডিও অনির্বাণ ঘোষ প্রমুখ ৷ উপস্থিত ছিলেন দত্তপুকুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মিত্র ঘোষ, উপ-প্রধান মান্তু সাহা সহ পঞ্চায়েতের সমস্ত সদস্যরা । বারাসাত ১ নম্বর ব্লকের অন্তর্গত ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দত্তপুকুর-২ গ্রাম পঞ্চায়েত দুয়ারে সরকারের মাধ্যমে মানুষকে বিপুলভাবে পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে সাড়া ফেলেছে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি । এদিন তিনি রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের পরিষেবা গুলোর কথা তুলে ধরেন ৷ সহ-সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল বলেন, ‘মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগে দল-মত নির্বিশেষে আপামর সকল সাধারণ মানুষ দুয়ারে সরকারের মাধ্যমে উপকৃত হচ্ছেন ৷’ দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করে এদিন বিডিও, সভাপতি, সহ-সভাপতিদের একটি প্রতিনিধি দল দত্তপুকুর এলাকার বেশ কয়েকটি জমি পরিদর্শন করেন ৷ যেখানে যত দ্রুত সম্ভব সরকারি ভাবে কমিউনিটি হল, সলিড-ওয়েস্ট ম্যানেজমেন্ট শেড নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct