নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: কোচবিহার জেলার সুকটাবাড়ি এলাকায় একটি লুপ্তপ্রায় শকুন উদ্ধার হয়েছে। আজকে কয়েকজন শিশু সুখটা বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলাবাড়ি ঘাট গ্রামে মাঠে খেলতে গিয়ে একটি অসুস্থ শকুন দেখতে পায়। শকুন দেখতে পাওয়ার খবর শুনে এলাকার সমাজ সচেতন বাসিন্দা কাওসার আলম ব্যাপারী উপস্থিত হয়ে শকুন টিকে উদ্ধার করে নিয়ে এসে বন দফতরে খবর দেয়। লুপ্তপ্রায় শকুনকে দেখতে এলাকায় ভিড় জমে। উঠতি যুবকদের অধিকাংশের কাছ থেকে শোনা যায় স্বচক্ষে এত কাছে থেকে জীবনে প্রথম তারা শকুন দেখলো। শকুন উদ্ধার হয়েছিল সকাল সাড়ে নয়টায় কাছাকাছি সময়ে। দুপুর ১২ কার সময় বন দফতরে কর্মীরা এসে শকুন টিকে নিয়ে যায়। এসময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশিষ্ট সমাজসেবক নূর ইসলাম। তিনি জানান, শকুন এখন আর দেখতে পাওয়াই যায় না , লুপ্তপ্রায় শকুনকে বাঁচাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct