নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মঙ্গলবার কলকাতা পুরসভার ৩ নম্বর বোরোতে তৃতীয় প্রশাসনিক বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকে তিনি বলেন, এই অঞ্চলে জলের একটা সমস্যা আছে। আমার ধারণা ছিল যে বুস্টার পাম্পিং স্টেশন ছিল। সেক্ষেত্রে জলের সমস্যা হবে না। এই বোরোতে কাজ চলছে। মেয়র বলেন, প্রাকৃতিক সম্পদ আমরা নষ্ট করতে পারি না। ফাঁকা জায়গায় যদি কেউ নোংরা করে রাখে, তাহলে তাদের উপরে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে ব্যাবস্থা গ্রহণ করতে হবে।
অন্যদিকে, সংসদে বিরোধী সদস্যদের সাসপেন্ড করে দেওয়া প্রসঙ্গে মেয়র বলেন, সবাইকে সাসপেন্ড করে দিক না। একা মোদি আর অমিত শাহকে রাখুক। এই ঔদ্ধত্য দেশের মানুষ চায় না। মানুষ ঠিক করবে, মোদীজি ঠিক করবেন না। তিনি যখন সংসদে ঢুকে ছিলেন তখন তিনি শপথ নিয়েছিলেন। সংসদের সামনে নকল সংসদ তৈরি করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত-পা নাড়া প্রসঙ্গে মেয়র বলেন,এটা কোনো অপমান করার জন্য নয় । একটা মক সংসদ করা হয়। আমরা তো ইন্ডিয়াতে আছি। রাহুল গান্ধী আসবেই এটা কথা। ৩৪ বছরে ধার দেনা হয়েছে। কিন্তু আমরা নিজেকে স্বয়ংসিদ্ধ বাংলা করেছি। তুমি বাংলা থেকে টাকা নেবে আর বাংলাকে টাকা দেবে না। এটা হতে পারে না বলে মেয়র কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। কেন্দ্রের বিরুদ্ধে মেয়র বলেন, আসলে ওরা বাংলার বিরোধী। তারা সেন্ট্রাল এজেন্সি দিয়ে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে। দিল্লিতে কি পাঠিয়েছে আমার দেখার দরকার নেই। আগে আদালতে জমা দিন তার পরে কোর্ট ঠিক করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct