আপনজন ডেস্ক: আল আহলির বিদায়ঘন্টা বাজিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফ্লুমিনেস। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবটি ২-০ গোলে হারিয়েছে মিসরীয় প্রতিপক্ষকে। ফাইনালে ফ্লুমিনেস খেলবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং জাপানের উরায়া রেড ডায়মন্ডস ক্লাবের জয়ীর সঙ্গে। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই ক্লাব। ফ্লুমিনেসের দায়িত্বে ব্রাজিল জাতীয় দলের অন্তরবর্তী কোচ ফার্নান্দো দিনিজ। শেষ চারের লড়াইয়ে তাঁর দলের জয়ে একটি করে গোল করেছেন জন আরিয়াস এবং জন কেনেডি। প্রথমার্ধ কাটে গোল শূন্য।
অবশেষে ৭১ মিনিটে ফ্লুমিনেসকে কাঙ্খিত গোল এনে দেন জন আরিয়াস।রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মার্সেলো বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ফ্লুমিনেস। স্পটকিকে গোল করতে একদম ভুল হয়নি আরিয়াসের। এরপর খেলার একেবারে শেষ বেলায় (৯০ মিনিটে) লক্ষ্যভেদ করে ফ্লুমিনেসের জয় নিশ্চিত করেছেন জন কেনেডি। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের হয়ে প্রতিপক্ষের গোলমুখে সুযোগ তৈরি করেছেন বর্ষীয়ান মার্সেলো। অন্যদিকে নিজের রক্ষণদূর্গ দুর্দান্তভাবে আগলে রাখেন ডিফেন্ডার ফেলিপ মেলো এবং ৪৩ বছর বয়সী গোলরক্ষক ফাবিও। ফাবিও শান্ত থাকা এবং দুর্দান্ত পজিশনে ১৮টি গোলের প্রচেস্টা নস্যাৎ হয়ে যায় আল আহলির। ফ্লুমিনেস দলে লাতিন আমেরিকার খেলোয়াড় ছিলেন ১১ জন, যাঁদের মধ্যে ৯ জনই ব্রাজিলিয়ান। অন্যদিকে আল আহলিতে ১১ ফুটবলার ছিলেন আফ্রিকান যাঁদের মধ্যে ৯জ নই মিসরের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct