আপনজন ডেস্ক: মঙ্গলবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ সালের মধ্যে প্রিন্ট মিডিয়ায় প্রকল্পগুলির প্রচারের জন্য কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর মাধ্যমে ৯৬৭.৪৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। লোকসভায় একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরো (সিবিসি) প্রিন্ট মিডিয়া বিজ্ঞাপন নীতি, ২০২০ অনুসারে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সচেতনতা-প্রচার করে থাকে। ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ (১২.১২.২০২৩ পর্যন্ত) পর্যন্ত প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ভারত সরকারের প্রকল্প ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা ও প্রচার অভিযানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সিবিসি যে ব্যয় করেছে তার মোট পরিমাণ হল ৯৬৭.৪৬ কোটি টাকা।মন্ত্রী জানান, ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত সংবাদপত্রসহ ১ লাখ ১৯ হাজার ৯৯৫টি সাময়িকী রেজিস্ট্রার অব নিউজপেপারস ফর ইন্ডিয়ার (আরএনআই) নিবন্ধিত হয়েছে। তিনি আরও বলেন, ২০২০ সালে এই সংখ্যা ছিল ১,৪৩,৪২৩, ২০২১ সালে ১,৪৪,৫২০, ২০২২ সালে ১,৪৬,০৪৫ এবং ২০২৩ সালে ১,৪৮,৩৬৩।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct