মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: বামপন্থীদের নেতা-নেত্রী হওয়ার আগে আন্দোলন করতে হয়েছে। সেই সঙ্গে জেলও খাটতে হয়েছে। আর এখন তৃণমূল, বিজেপিতে নেতা-নেত্রী হওয়ার পর ইডি ,সিবিআইয়ের তাড়া খেয়ে জেলে যেতে হচ্ছে। সোমবার বিকেলে নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়। সেখানে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভাপতি জাহানারা খান তীব্র ভাষায় আগা গোড়া এমনই মন্তব্য করেন। তিনি বলেন, সংখ্যালঘু দলিত ও আদিবাসী মানুষের উপর আক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। এমন অবস্থায় সব অংশের সংখ্যালঘু মানুষের নিরাপত্তা ও উন্নয়নের দাবিতে সংবিধান প্রদত্ত নাগরিক ও সামাজিক অধিকার রক্ষার দাবিতে আজকের দিনে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন উপলক্ষে এই সমাবেশ ও সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত মহিলা কর্মীদের উদ্দেশ্যে জাহানারা খান বলেন, আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। এছাড়াও তিনি বলেন দেশে চাকুরী নেই। কর্মসংস্থানের উপযুক্ত ব্যবস্থা নেই। মাথার উপর ছাদ নেই। আবার এদিকে কলকাতায় ব্রিগেড সমাবেশ করে মোদি গীতা পাঠ করাবে। ওদিকে বিজেপি রাম মন্দির তৈরি করছে তো এবার এদিকে দিদি দীঘায় ২৪৫ কোটি টাকা খরচ করে জগন্নাথের মন্দির তৈরি করছেন। দেশকে আজ ধর্মের নেশায় ডুবিয়ে দিচ্ছে। যদিও দরকার কর্মসংস্থান। সেই কর্মসংস্থান কোথায়। নিজেদের অধিকার বুঝে নেওয়ার ডাক দেন সংখ্যালঘু নেত্রী জাহানারা খান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct