নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শহর কলকাতায় অতিরিক্ত বায়ু দূষণের বিষয়টিকে খতিয়ে দেখতে সোমবার পথে নামলেন কলকাতার মহানাগরিক। ফিরহাদ হাকিম রাস্তায় নেমে দেখার চেষ্টা করেন দূষণের বর্তমান পরিস্থিতি কি। মাঝেরহাট ব্রিজে নিজেই দূষণ যুক্ত রাবিশ বোঝাই গাড়ি ধরেন মেয়র। রাবিশ নিয়ে যাচ্ছিল পুকুর ভরাটের জন্য । হাতেনাতে ওই গাড়িটি আটকান মেয়র স্বয়ং। বিরক্তি প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম।
এরপর পুলিশ কমিশনারকে ব্যাবস্থা নেবার আহ্বান জানান। নিজেই স্পটে দাড়িয়ে ট্রাফিক পুলিশকে ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মেয়র। বেআইনি রাবিশ ভরা গাড়িকে আটক করে কলকাতা পুলিশ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উপরে দেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।কলকাতা পৌর সংস্থার একার পক্ষ থেকে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে পুকুর ভরাট নিয়ে বার বার চিঠি দিয়ে লাভ হচ্ছে না বলে অভিযোগ করেন মেয়র। পুলিশ কমিশনার কে আবার ব্যাবস্থা গ্রহণ করার আবেদন জানান মেয়র ফিরহাদ হাকিম। রাস্তায় নেমে দূষণ নিয়ন্ত্রণে মেয়র ফিরহাদ হাকিমের এহেনো ভূমিকাতে প্রশংসা করেন সকলে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে কত শনিবার কলকাতা পৌরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়র ফিরা থাকিনি দূষণজনিত সমস্যা সংক্রান্ত ফোনে অভিযোগ পান। উত্তর কলকাতার কাশীপুরে ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে বলে মেয়র এর কাছে অভিযোগ জানান সেখানকার বাসিন্দারা। শহরের রাস্তায় চলাচল করা বড় লরি ট্রাক ও বাস থেকে বায়ু দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ আসে। এরপরই সোমবার রাস্তায় নেমে দূষণের বিরুদ্ধে তৎপর হতে দেখা যায় কলকাতার মহানাগরিককে। এদিকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে শহরে বিভিন্ন রাজপথে ছোট গাড়ি নামাচ্ছে তারা এই গাড়িগুলি রাসায়নিক জলে মিশিয়ে স্প্রে করবে। রাসায়নিকের উপস্থিতিতে ধূলিকণা ৬ থেকে ৭ ঘন্টা থিতিয়ে থাকবে ফলে বাতাসে দূষণ হবে না। এর ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা শীতের মরসুমে কমবে বলে আশা পরিবেশবিদদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct