সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: রামপুরহাট পৌরসভার অচলাবস্থার বিরুদ্ধে, নাগরিক পরিষেবায় স্বচ্ছতা আনতে সোমবার রামপুরহাট পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয় সিপিআইএম রামপুরহাট ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে। এদিন মিছিল সহযোগে ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান এর নিকট। দাবি সমূহের মধ্যে ছিল শহরের সবকটি রাস্তা সংস্কার, শহরকে যানজট মুক্ত করা, পৌরসভার উদ্যোগে পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত, দল তন্ত্রের বদলে প্রকৃত গৃহহীনদের সকলকে আবাস যোজনায় তালিকাভুক্ত করা, অর্ধ সমাপ্ত কাজ সমাপ্ত করা। শহরের একমাত্র সংস্কৃতিক মঞ্চ রক্তকরবী অবিলম্বে ব্যবহারযোগ্য করে সংস্কৃতিক কর্মীদের জন্য উন্মুক্ত করা। সামাজিক ভাতা মাসিক ৩০০০ টাকা করা এবং নিয়মিত প্রদান করা।নাগরিক পরিষেবা বিঘ্নিত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে রামপুরহাট উৎসব কেন?এরূপ মোট পনেরো দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় রামপুরহাট পৌরসভার চেয়ারম্যানের হাতে।রামপুরহাট পৌরসভা অভিযানের নেতৃত্বে ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct