নিজস্ব প্রতিবেদক, দত্তপুকুর, আপনজন: বারাসত-১ ব্লকের কাশিমপুর অঞ্চলের সন্তোষপুর এলাকায় ২০১১ সালে কিছু গরু নিয়ে ঘাটাল শুরু হলেও সেটি বর্তমানে কয়েক হাজার গরু নিয়ে সুরভী সদন গোশালায় পরিণত হয়েছে ৷ আর এর ফলেই পার্শ্ববর্তী এলাকায় তিন শতাধিক কৃষকের কয়েকশো বিঘা চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এমনটি পুকুরের মাছ, কলের জল ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে বলে দাবি করেন এলাকার কৃষক থেকে স্থানীয় বাসিন্দারা । এই নিয়ে সন্তোষপুর, কামদেবপুর এলাকার কৃষক সহ এলাকাবাসীরা গোশালা উচ্ছেদের জন্য কাশিমপুর পঞ্চায়েত, বারাসাত ১ নং ব্লক বিডিও অফিস এবং পলিউশন বোর্ডে আবেদন জানান, তবে এখনো কোনো সুরাহা হয়নি বলেই জানান ভুক্তভোগীরা । এরপর ন্যাশেনাল গ্রীন ট্রাইব্যুনালে কেস করা হয় । এর পরবর্তীতে পর্যবেক্ষণে আসলেও কোনো সুরাহা হয়নি বলেই দাবি । অসাধু ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত বেআইনি গোসালা চলছে বলে অভিযোগ তুলে খাটাল উচ্ছেদের জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আধিকারিকদের সাথে নিয়ে রবিবার বিকালে গোশালার পাশে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন এলাকাবাসী । এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি অশোক বসাক জানান, গোশালা তৈরি করতে গেলে কিছু নিয়ম কানুন আছে কিন্তু কিছুই তারা মানে নি সেই কারণেই কৃষি জমি, চাষ যোগ্য পুকুর, পানীয় জল ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে, সেই কারণেই এই প্রতিবাদ আরো বেশি জোরদার করা উচিৎ এই গোশালা উচ্ছেদের জন্য পাশে থাকবেন । এই বিষয়ে এলাকার কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের আবেদন যত দ্রুত সম্ভব এই গোশালা উচ্ছেদ করতে হবে তা নাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন । এদিন বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কাশেম আলী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, তিনি জানান বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে । তবে পরিবেশ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গোশালা উচ্ছেদ নিয়ে সুরভি গোশালা কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তাঁরা কিছু বলতে চাননি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct