আপনজন ডেস্ক: দুবাইয়ে মঙ্গলবার বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের অনেকের নামই আইপিএল নিলামের হাতুড়ির নিচে যাবে। খেলোয়াড়দের নিলামের ভিত্তিমূল্য ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার হতে পারে, কিন্তু অনেককে কিনতেই ফ্র্যাঞ্চাইজিগুলোর এর কয়েক গুণ বেশি অর্থ ব্যয় হবে। এবারের নিলামে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে নিলামে খরচ করতে পারবে ৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। মার্চে শুরু হতে যাওয়া আইপিএলের পরবর্তী আসরে খেলার জন্য যেসব তারকা ক্রিকেটারদের দাম অনেক বেশি হতে পারে, এমন পাঁচজনের তালিকা তৈরি করেছে সংবাদ সংস্থা এএফপি।প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া দলের ঠাসা সূচির কারণে এ বছরের আইপিএলে খেলেননি। এটা যে কত কাজে দিয়েছে, সেটা স্পষ্ট হয়েছে আহমেদাবাদে ভারতের প্রায় এক লাখ সমর্থককে স্তব্ধ করে দিয়ে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার এবারের ওয়ানডে বিশ্বকাপ জয়।এর আগে ২০১৯ সালের নিলামে ৩০ বছর বয়সী কামিন্সের দাম উঠেছিল ২১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এবারের নিলামে তাঁর ভিত্তিমূল্য সর্বোচ্চ ধাপের, যেটা ২ লাখ ৪০ হাজার। অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়দের মধ্যে নিলামে নাম আছে জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ ও শন অ্যাবটের।রাচিন রবীন্দ্র, নিউজিল্যান্ড ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের তরুণ তারকা এবারের বিশ্বকাপে ১০৬ স্ট্রাইক রেটে তিনটি শতকসহ ৫৭৮ রান করেছেন। একই সঙ্গে পাঁচটি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। ২৪ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্রর ভিত্তিমূল্য ৬০ হাজার মার্কিন ডলার হ্যারি ব্রুক, ইংল্যান্ডের ব্যাটসম্যান তিন সংস্করণেই সমান তালে রান করে যাচ্ছেন। টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৪১.৫৪। আগেরবারের নিলামে তাঁকে ১৬ লাখ মার্কিন ডলারে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ বছরের শুরুর দিকে হয়ে যাওয়া আইপিএলে একটি শতকও করেছিলেন তিনি। ভারতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অবশ্য ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি ব্রুক। ৬ ম্যাচ খেলে ২৪ বছর বয়সী ব্রুক করেছেন মাত্র ১৬৯ রান। এরপরও অবশ্য নিলামে তাঁকে ২ লাখ ৪০ হাজার ভিত্তিমূল্যের দলে রাখা হয়েছে।জেরাল্ড কোয়েৎজি, দক্ষিণ আফ্রিকা
এবারের বিশ্বকাপে নিজেকে খুব ভালোভাবে চেনাতে পারা তারকাদের একজন কোয়েৎজি। ২০ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে যশপ্রীত বুমরার সঙ্গে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন প্রোটিয়া পেসার। ২৩ বছর বয়সী কোয়েৎজির দক্ষিণ আফ্রিকা দলে অভিষেক এ বছরের শুরুর দিকে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে। এরপর তিনি সব সংস্করণেই দক্ষিণ আফ্রিকা দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। আইপিএলের নিলামে কোয়েৎজির ভিত্তিমূল্য ২ লাখ ৪০ হাজার ডলার ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকেট এনে দিতে পারার সুনাম আছে শ্রীলঙ্কার এই লেগ স্পিনারের। ব্যাট হাতেও দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন ২৬ বছর বয়সী হাসারাঙ্গা। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ১৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের চুক্তি করেন। এবারের নিলামের আগে অবশ্য তাঁকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু। সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৮ উইকেট নেওয়া এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তুলেছেন ১২৪ স্ট্রাইক রেটে। চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা হাসারাঙ্গার ভিত্তিমূল্য ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct