নিজস্ব প্রতিবেদক, বাগদা, আপনজন: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে সেই অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামের বাসিন্দারা । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকেরআষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার কাজ চলছে। সোমবার সকালে চাঁদপুর গ্রামে সেই রাস্তার কাজ বন্ধ করে দেয় এলাকার বাসিন্দারা। হাত দিয়ে টানলেই রাস্তা উঠে আসছে । নিচে দেওয়া হয়নি কোন পিচের প্রলেপ। রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয়। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল। দীর্ঘ টালমাটালের পরে রাস্তার কাজ শুরু হয়েছে আমরা চাই সঠিক সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হোক। এই বিষয়ে আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা মন্ডল বলেন ,স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাকে জানিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কোনমতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ আমরা মানবো না । এ বিষয়ে আগেও একাধিকবার কন্টাক্টরকে আমরা জানিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি । আমি এই বিষয়ে বিডিও সাহেবকে জানাবো ।এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, আমরা এই রাস্তার বিষয়ে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর কাছে আগে অভিযোগ জানিয়েছি ।এই বিষয়ে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct