আপনজন ডেস্ক: গাজায় ইসরায়েলি সেনারা ভুল করে নিজেদের যে তিন জিম্মিকে মেরে ফেলেছে, মৃত্যুর আগে তারা সাদা কাপড়ের ওপর উচ্ছিষ্ট খাবার দিয়ে চিহ্ন ও শব্দ লিখে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। সাদা কাপড়টি উদ্ধার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা। কাপড়ে ‘সাহায্য করুন’, ‘তিন জিম্মি’ এবং ‘এসওএস’ চিহ্ন লেখা ছিল বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা।
মৃত্যুর আগে কোনো এক সময় জিম্মিরা এটি লিখেছে বলে ধারণা করা হচ্ছে।তারা বেশ কিছুদিন ধরেই ওই ভবনটিতে অবস্থান করছিলেন বলেও ধারণা করছে আইডিএফ। আইডিএফের কর্মকর্তারা এটাও স্বীকার করেছেন, সাদা পতাকাধারী ব্যক্তিদের হত্যা করে সেনারা ‘নিয়ম লঙ্ঘন’ করেছেন।গত শুক্রবার গাজার উত্তরে শেজাইয়াতে অভিযানের সময় নিজেদের এ তিন জিম্মিকে ভুল করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬) নামের ওই তিন ইসরায়েলি যুবককে গত ৭ অক্টোবর ধরে এনেছিল হামাস।অভিযানের সময় যখন এই তিন যুবককে গুলি করা হয়েছিল, তখন তাদের হাতে ওই সাদা কাপড়টি ছিল।এ ঘটনার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে আসছে ইসরায়েলের সাধারণ নাগরিকরা। এ ছাড়া এখনো যেসব ইসরায়েলি নাগরিক হামাসের কাছে জিম্মি রয়েছে, সমঝোতা চুক্তির মাধ্যমে তাদেরকে মুক্ত করার জন্য ইসরায়েলের সরকারে ওপরও চাপ বাড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct