আপনজ ডেস্ক: সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। এই ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেয়েছে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনকে। গতবারের রানার আপ ইন্টার মিলানের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। শেষ ষোলোর লড়াইয়ে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান লিগের চ্যাম্পিয়ন নাপোলি। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে ১৪ চ্যাম্পিয়ন রিয়াল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির আরবি লিপজিগকে।জার্মানির বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নক আউটের এ রাউন্ডে খেলবে ইতালির লাৎসিওর বিপক্ষে। আর ফরাসি লিগ ওয়ানের বর্তমান শিরোপা জয়ী কিলিয়ান এমবাপ্পের পিএসজির প্রতিপক্ষ স্পেনের রিয়াল সোসিয়েদাদ।এছাড়া পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে খেলবে ইংল্যান্ডের আর্সেনাল। আর জার্মানির বরুশিয়া ডর্টুমন্ড পেয়েছে পিএসভিকে।
প্রথম লেগের খেলা হবে আগামী ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লেগের খেলাগুলো হবে ৫, ৬, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি।
শেষ ষোলোর লাইন আপ
পোর্তো ব্নাম আর্সেনাল
নাপোলি বনাম বার্সেলোনা
পিএসজি বনাম সোসিয়েদাদ
ইন্টার মিলান বনাম অ্যাতলেতিকো মাদ্রিদ
লাওসিও বনাম বায়ার্ন মিউনিখ
কোপেনহেগেন বনাম ম্যানচেস্টার সিটি
লিপজিগ বনাম রিয়াল মাদ্রিদ
পিএসভি বনাম বরুশিয়া ডর্টমুন্ড
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct