আপনজন ডেস্ক: প্রায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ড রাজ্যের কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (ডিসেম্বর ১৭) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষকে উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। শহরের উপকণ্ঠে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে এবং বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় কেয়ার্নস শহরের কর্তৃপক্ষ। কুইন্সল্যান্ডের একজন আবহাওয়াবিদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, কিছু এলাকায় ‘গত ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটারের (মিমি) বেশি বৃষ্টিপাত’ রেকর্ড করা হয়েছে, যেখানে ৫০০ মিমি এর বেশি বৃষ্টির আশংকা করা হচ্ছে। এই সপ্তাহের শুরুতে একটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় এই অঞ্চলে আঘাত হানে। অস্ট্রেলিয়ার আবহাওয়ার পূর্বাভাসদাতারা বলেছেন, রবিবার জলের স্তর সত্তরের দশকের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান স্টিভেন মাইলস বলেছেন যে পরিস্থিতি ‘খুবই গুরুতর এবং এটি আরও খারাপ হতে পারে’ এবং প্রায় সাড়ে দশ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন রয়েছে। স্টিভেন মাইলস আরো বলেন, তিনি এলাকার লোকদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছে যে এমন বৃষ্টিপাত তারা কোনদিন দেখেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct