নিজস্ব প্রতিবেদক, শাসন, আপনজন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার কোনায় কোনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের বাকেয়া টাকা ও আবাস যোজনার বকেয়া টাকা এবং মহাত্মা গান্ধী গ্রাম সড়ক যোজনা-র বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে। রবিবার উঃ ২৪ পরগনা জেলার বারাসাত ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে দাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ভাগ্যবন্তপুর বাজারে প্রতিবাদ সভা থেকে বিরোধীদের তুলোধোনা করেন ব্লক সভাপতি। তিনি বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো প্রত্যেক বুথে বুথে কর্মসূচি পালন করলাম। ১০০ দিনের টাকা ও আবাস যোজনা টাকার দাবিতে বুথে বুথে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন বাংলার বঞ্চিত মানুষকে অবহেলিত করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। তিনি বলেন সম্প্রীতির বন্ধনে বাংলা সংগঠিত মমতা -অভিষেকের নেতৃত্বে। তাই কোন বিরোধী দলের কোন স্থান নেই এখানে। দাদপুর অঞ্চলের প্রধান মনিরুল ইসলাম মনি বলেন সাধারণ মানুষ,মা মাটি মানুষের পাশে আছে। উপপ্রধান তথা লড়াকু নেতৃত্ব আব্দুল হাই বলেন লড়াই জারি থাকবে বিজেপির বিরুদ্ধে বলে তিনি জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস কুমার ঘোষ,মান্নান আলী, সাহাবুদ্দিন আলি,আছের আলি মল্লিক, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইফতিকার, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct