নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: রবিবার অবিভক্ত মেদিনীপুর সাহিত্য ও সংস্কৃতি সংসদ - এর আয়োজিত ‘অস্তিত্বের খোঁজে’ ঈদ সংখ্যা পত্রিকা প্রকাশ হল মেদিনীপুর শহরের ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি হল-এ ৷ এটিই দ্বিতীয় বর্ষ ও দ্বিতীয় সংখ্যা প্রকাশ হল ৷”অস্তিত্বের খোঁজে” পত্রিকা মোড়ক উম্মোচন করেছেন লেখক ,প্রাবন্ধিক ড. লায়েক আলি খান ,মঞ্চে উপস্থিত ছিলেন লেখিকা ,সমাজসেবী রোশেনারা খান ,কবি আবু সামাদ ,সমাজসেবী শেখ আব্দুল খালেক ,গল্পকার পাহাড়ি খান ,কবি সেক রজব আলি ,কবি অরুপ গোস্বামী ,প্রাবন্ধিক একরামূল হক শেখ প্রমুখগণ ৷ অবিভক্ত মেদিনীপুরে মুসলমান সমাজের সাহিত্য চর্চা ,চিন্তা চেতনার উত্তরণের রূপরেখা শিরোনামে দীর্ঘ আলোচনা করেছেন ড. লায়েক আলি খান ,একরামূল হক শেখ ,ওয়াহেদ মির্জা (সহ- সম্পাদক),রোশেনারা খান ইত্যাদি৷ পত্রিকার সম্পাদক সেক আবুল সাহেব বললেন আগামী দিনে আমাদের কাজকর্ম সমাজে মধ্যে সম্মম্বয় আনবে এবং আমাদের সাহিত্য চর্চা সহাবস্থানের ইতিহাস ও ঐতিহ্য অস্তিত্ব রক্ষা করবে৷ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলিমুদ্দিন মল্লিক৷সভা সঞ্চালনা করছেন সেক সাব্বির হোসেন এছাড়া কবিতা পাঠ করেছেন আবু সামাদ ,শিশির আচার্য , রমজান আলি ,সৈয়দ রউফ আলি ,কামরুজ্জামান খান,সেক রাজেশ আলি৷ সংগঠনের অন্যতম সদস্য মুহাম্মদ সামসের খান ,গবেষক মুখরেজা খাতুন, মৌমিতা খাতুন,সেক সাদেক আলি, কবি জহর আলম ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct