মাফরুজা মোল্লা, ক্যানিং, আপনজন: আবারও বাঘের আক্রমণ। এক মৎস্যজীবিকে তুলে নিয়ে গেল সুন্দরবনের বাঘ।নিখোঁজ মৎস্যজীবির নাম মৃত্যুঞ্জয় সুতার(২৮)।নিখোঁজ মৎস্যজীবির বাড়ি সুন্দরবন ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত ৪ নম্বর আশ্রম পাড়ায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত্যুঞ্জয় সুতার ও তার তিন সঙ্গীসাথী কে নিয়ে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সুন্দরবন জঙ্গলের নদীখাড়িতে মাছ-কাঁকড়া ধরার জন্য।
শনিবার বিকালে তারা সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের অধীনস্থ নেতিধোপানির বসুখালি এলাকায় মাছ-কাঁকড়া ধরছিলেন। সেই সময় সুন্দরবনের গহীণ জঙ্গল থেকে একটি বাঘ মৃত্যুঞ্জয় কে আক্রমণ করার জন্য টার্গেট করতে থাকে।সামান্য দূরেই বাঘ রয়েছে ঘুনাক্ষরেও টের পায়নি মৎস্যজীবিরা।এদিকে চার মৎস্যজীবি আপন মনে মাছ-কাঁকড়া ধরায় মগ্ন।শিকার কে নাগালের মধ্যে পেতেই সুযোগ বুঝে বাঘ ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের উপর। ঘাড় মটকে হিড় হিড় করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়।এদিকে তিন সঙ্গী মৃত্যুঞ্জয় কে উদ্ধার করতে কাঁকড়া ধরার শিক আর গাছের ডাল নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্কর রুদ্রমূর্তির বাঘ তার শিকার কোন মতে ছাড়তে রাজী নয়।দীর্ঘক্ষণ চলে বাঘে-মানুষের লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে তিন সঙ্গীসাথী রণে ভঙ্গদেয়।বাঘ তার শিকার নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।এদিকে বাঘের কবল থেকে সঙ্গীকে উদ্ধার করতে না পেরে তিন সঙ্গী নৌকা চালিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসে।মৃত্যুঞ্জয় এর পরিবারকে ঘটনার কথা জানায়। অন্যদিকে এলাকায় আচমকা এমন ঘটনার কথা চাউর হতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct