আপনজন ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী রবিবার বলেছে, তারা একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং থেকে মাত্র কয়েক শ মিটার দূরে গাজা উপত্যকায় হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গটি আবিষ্কার করেছে। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এএফপির একজন ফটোগ্রাফার সুড়ঙ্গটিতে প্রবেশাধিকার পেয়েছিলেন। তাঁর মতে, সুড়ঙ্গটির আকার এতটাই বড় যে ছোট যানবাহনও এর মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সুড়ঙ্গটি একটি বিস্তৃত নেটওয়ার্কের অংশ। এটি চার কিলোমিটার পর্যন্ত প্রসারিত। সুড়ঙ্গটির অবস্থান ইরেজ সীমান্ত ক্রসিংয়ের এক হাজার ৩০০ ফুটের মধ্যে।ইসরায়েলি বাহিনী বলেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে এক প্রকল্পের অধীনে সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছে।কয়েক মিলিয়ন ডলার খরচ করে সুড়ঙ্গটি নির্মাণে কয়েক বছর সময় লেগেছে। ইয়াহিয়া সিনওয়ারকে ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়।সুড়ঙ্গটিতে নিষ্কাশন ব্যবস্থা, বিদ্যুৎ, বায়ু চলাচল, পয়োনিষ্কাশন এবং যোগাযোগ নেটওয়ার্কের পাশাপাশি রেলও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত হামাসের ধারণ করা ফুটেজ একটি ছোট নির্মাণ যানবাহনকে সুড়ঙ্গের মধ্যে চলতে দেখা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct